২০ অক্টোবর দুপুরে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বুলসের লোগো ও থিম সং উন্মোচন। বিপিএলের তৃতীয় আসরের এটিই প্রথম কোনো দলের আনুষ্ঠানিক আয়োজন। বরিশাল বুলসের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দলটির থিম সংও গেয়েছেন এই তারকা কণ্ঠশিল্পী। অনুষ্ঠানে ‘বরিশাল বুলস কামাল কামাল, বরিশাল সামাল সামাল’ শিরোনামের থিম সং গেয়েও শুনিয়েছেন তিনি। বরিশালের মালিক এম এ আউয়াল চৌধুরী ভুলু বলেছেন, ‘বিপিএলের মাধ্যমে স্থানীয় ক্রিকেটাররা তাদের সামর্থ্য জানানোর সুযোগ পাবে। সেই সঙ্গে বরিশালে ক্রিকেটার উঠে আসার পেছনে বরিশাল বুলস ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
অন্যদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক
বলেছেন, ‘বিপিএল তৃতীয় আসরে আমাদের মূল লক্ষ্য আর্থিক দিক দিয়ে লাভবান হওয়া
নয়, একটি বিশ্বমানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা। এই আসর থেকে আমরা
স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করতে চাই। আমরা বিশ্বাস করি,
বিদেশী ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করার মাধ্যমে দেশীয়
ক্রিকেটাররা অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবে।’
বরিশাল বুলসের ৩ মালিক এম এ আউয়াল চৌধুরী ভুলু, রিজওয়ান বিন ফারুক ও নাজিম উদ্দিন। এর মধ্যে ভুলু বিসিবির পরিচালক ও মহিলা কমিটির চেয়ারম্যান। রিজওয়ান বিন ফারুক দীর্ঘদিন বিসিবির সঙ্গে যুক্ত। তার প্রতিষ্ঠান এক্সিওম টেকনোলজিস বিসিবির সঙ্গে ব্যবসায় জড়িত। বর্তমানে বিসিবির টিকিট ও টাইটেল স্পন্সর স্বত্বের মালিক এক্সিওম।
বরিশাল বুলসের ৩ মালিক এম এ আউয়াল চৌধুরী ভুলু, রিজওয়ান বিন ফারুক ও নাজিম উদ্দিন। এর মধ্যে ভুলু বিসিবির পরিচালক ও মহিলা কমিটির চেয়ারম্যান। রিজওয়ান বিন ফারুক দীর্ঘদিন বিসিবির সঙ্গে যুক্ত। তার প্রতিষ্ঠান এক্সিওম টেকনোলজিস বিসিবির সঙ্গে ব্যবসায় জড়িত। বর্তমানে বিসিবির টিকিট ও টাইটেল স্পন্সর স্বত্বের মালিক এক্সিওম।
No comments:
Post a Comment