Sunday, October 25, 2015

Comilla Victorians

               সবচাইতে আলোচিত দল "কুমিল্লা ভিক্টোরিয়ানস"


 আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সবচাইতে আলোচিত দল "কুমিল্লা ভিক্টোরিয়ানস"। গত আসরে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অংশ নেওয়া দলগুলো ছিল বিভাগীয় নামে কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটিয়ে আসরে জায়গা করে নিল "কুমিল্লা ভিক্টোরিয়ানস" অন্যদিকে খুলনা, রাজশাহী বিভাগ হয়েও দল পায়নি। এক্ষেত্রে বিসিবির কিছুই করার ছিল না কারণ খুলনা রাজশাহীর নামে দল কিনতে কেউ রাজী হয় নি বা শর্ত পূরণ করতে পারে নি। বিসিবি বলছে,ভবিষ্যতে বিপিএল সিটি কর্পোরেশন ভিত্তিক করা হবে এবং ১০ দলে উন্নিত করা হবে। 


ভাগ্য যেন সহায় হচ্ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ‘প্লেয়ার বাই চয়েজ’ বা লটারিতে খেলোয়াড় নির্বাচনের জন্য ছয়টি দলের মধ্যে কুমিল্লা বারবার সুযোগ পাচ্ছিল ৪ বা ৫ নম্বরে। ফলে ‘এ’ ক্যাটাগরিতে দেশের নামিদামি পছন্দের খেলোয়াড় হাতছাড়া হয়ে যায় কুমিল্লার। তারপরও ‘এ’ ক্যাটাগরির তিনজন খেলোয়াড় নিজেদের দলে ভিড়াতে পেরেছে বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর লটারিতে বারবার পিছিয়ে গেলেও ৬ জন আইকন খেলোয়াড়ের লটারিতে ২ নম্বরে ডাকার সুযোগ পেয়ে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজাকে দলে নিয়ে অনেকটা হাসি নিয়েই ঘরে ফিরেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।
Nafisa Kamal

  যদিও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হাতছাড়া হওয়ার আক্ষেপটা থেকেই গেছে। রাজধানীর ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগের ‘প্লেয়ার বাই চয়েজ’। ৬ জনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমে নেতৃত্ব দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।লটারি শুরু হয় প্রথমে দেশীয় খেলোয়াড় নির্বাচনের মধ্য দিয়ে এতে ৬ দলের মধ্যে লটারিতে ৫ নাম্বারে খেলোয়াড় সিলেক্টের সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম সুযোগে ‘এ’ ক্যাটাগরিতে তিন নম্বরে থাকা উইকেট রক্ষক ও ব্যাটসম্যান লিটন কুমার দাসকে দলে নেয় কুমিল্লা। পরের বারও লটারিতে পিছিয়ে থেকে দলে টেনে নেয় ব্যাটসম্যান ইমরুল কায়েস ও শুভাগতহোম চৌধুরীকে।

 তারপরই আসে বিদেশী খেলোয়াড়ের লটারি। সেখানেও পিছিয়ে থেকে ইংল্যান্ডের অল রাউন্ডার ড্যারেন স্টিফেন্সকে নিয়ে নেয় কুমিল্লা। এরপর লটারিতে এগিয়ে কুমিল্লা বেছে নেয় ‘বি’ ক্যাটাগরির বা হাতি স্পিনার সানজামুল ইসলাম ও পেসার কামরুল ইসলাম রাব্বীকে। এরপর বিদেশী ক্যাটাগরিতে বেছে নেয় শ্রীলংকার বোলার নুয়ান কুলাসেকারাকে। বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার আন্দ্রে রাসেলকে।

No comments:

Post a Comment