Sunday, October 25, 2015

BPL- 2015 Ticket

বিপিএল ২০১৫ টিকেটের দাম


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ১০ হাজার থেকে শুরু করে এক হাজার ও ৫০০ টাকা মূল্যের টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে। এক টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

এবার আসরের সেমিফাইনাল আইপিএলের আদলে হবে। পয়েন্ট টেবিলে গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। জয়ী দল পাবে ফাইনালের ছাড়পত্র। অন্যদিকে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া দল। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলটি পাবে ফাইনালের ছাড়পত্র।আগামী ২০ নভেম্বর হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে ২২ নভেম্বর। তৃতীয় আসরের ফাইনাল হবে ১৫ ডিসেম্বর। এবারের আসরের খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। টুর্নামেন্টের শুরু ও ফাইনাল হবে ঢাকায়। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ।Click For BPL Video

No comments:

Post a Comment