Wednesday, November 25, 2015

তামিমের সঙ্গে অশোভন আচরণে ক্ষুব্ধ ও বিস্মিত কোয়াব

তামিমের সঙ্গে অশোভন আচরণে ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোয়াব তাদের ক্ষোভের কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার চিটাগং ভাইকিংস বনাম সিলেট সুপার স্টারসের মধ্যকার ম্যাচের আগে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপার স্টারসের মালিক বাজে মন্তব্য ও অশোভন আচরণ করে বলে তামিম ইকবাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) অত্যন্ত ক্ষুদ্ধ ও বিস্মিত উল্লেখ করে জানায়, ‘আমরা তামিম ইকবালের সঙ্গে এধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আশা প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিপিএল গভর্নিং কাউন্সিল এমন আচরণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।’
তারা আরও জানায়, ‘এছাড়া বিপিএল প্রথমদিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস এর অফিসিয়ালসহ টিমের সমর্থকবৃন্দ নিরাপত্তা বলয় উপেক্ষা করে যেভাবে স্টেডিয়ামে প্রবেশ করেন তা ছিল নজিরবিহীন। এ ধরনের ঘটনায় বাংলাদেশের ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারত। তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা রাখি।’
কোয়াব আশা ব্যক্ত করে আরও জানায়, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স যখন ঊর্ধ্বমুখী, ক্রিকেটাররা যখন দৃঢ় মানসিকতায় বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বেশি পেশাদারী মনোভাব নিয়ে দেশের ক্রিকেটকে পরিচালিত করবে।’

আল আমিন ও শহীদের জরিমানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের বরিশাল বুলসের আল আমিন হোসেন ও সিলেট সুপারস্টারসের মোহাম্মদ শহীদকে গুনতে হচ্ছে জরিমানা। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময় তর্কে জড়িয়ে পড়ায় এ দুজনকে জরিমানা করেন ম্যাচ রেফারি।
অপরাধ প্রমাণিত হওয়ায় ম্যাচ রেফারি আল আমিনকে ৪০ হাজার এবং শহীদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার দুদলের ম্যাচের প্রথম ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে শহীদের বলে বোল্ড হন আল আমিন হোসেন। আউটের পর শহীদের উদযাপনে চোখে-মুখে বিরক্তি ফুটে ওঠে।তখন শহীদের উদ্দেশে বিড়বিড় করে কিছু একটা বলতে দেখা যায় আল-আমিনকে। পরে কাছাকাছি এসে শহীদের গায়ে ধাক্কাও দিয়েছেন বরিশালের এই পেসার।

Wednesday, November 4, 2015

বিপিএলে কুমিল্লার শুভেচ্ছা দূত অনন্ত-বর্ষা

চিত্রনায়ক অনন্ত জলিল মানেই যেন নতুন কোনো চমক! তার সাথে বর্ষা থাকলে তো কথাই নেই। এবারও ঠিক তাই ঘটেছে। আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই জুটি।

রাজধানীর একটি অভিজাত হোটেলে দলটির আনুষ্ঠানিক যাত্রায় এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দান উপলক্ষে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দলটির লোগো উন্মোচন করা হয়। এ সময় চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষার হাত দিয়ে দলটির জার্সি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলনেতা মাশরাফি বিন মর্তুজা ও চেয়ারম্যান নাফিসা কামালও উপস্থিত ছিলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স খেলছে। চ্যাম্পিয়নও হয়েছে দু’বার। আইপিএল'র আদলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হলেও ঢালিউড ইন্ডাস্ট্রির কোনো নায়ক বা নায়িকা কখনো দল কেনেননি। সেই ধারায় যুক্ত হতে এগিয়ে এসেছেন দেশের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল।
আগামীতে সুযোগ থাকলে বিপিএলে দল কেনার ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছেন অনন্ত। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইচ্ছার কথা জানান।
বিপিএল ২০১৫ এর আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যামবাসেডর অনন্ত জলিল বলেন, কাজের ব্যস্ততার জন্য ক্রিকেটে সময় দিতে পারেনি। কিন্তু দেখছি দিন দিন ক্রিকেট ভক্ত বেড়ে যাচ্ছে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এখন ক্রিকেটের ভক্ত। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে জড়িত হয়ে আরো বেশি বুঝলাম। তাই আগামীতে ছয়টি বিভাগের কোনো একটি দলের পার্টনার হবো। আর যদি নতুন কোনো দল যুক্ত হয় তাহলে সেই দলটি কিনে ফেলবো।
এবারের বিপিএলে কোনো দলের মালিক হিসেবে দেখা না গেলেও স্ত্রী বর্ষাকে নিয়ে ২২ নভেম্বরের পরে মাঠে দেখা যাবে অনন্তকে।

Tuesday, October 27, 2015

Dhaka Dynamites take in Mustafizur in BPL

Dhaka Dynamites got Bangladesh pace sensation Mustafizur Rahman in the lottery-based transfer system at a hotel in Dhaka on Thursday morning. Rangpur Riders, whose name came up first in the lottery, picked up the aggressive opener from A category. Former national cricketer Athar Ali Khan, a representative of Dhaka Dynamites, selected Mustafizur. Chittagong Vikings representative, former Bangladesh captain Akram Khan, drew in Anamul Haque while Barisal Bulls opted for Sabbir Rahman.

 Wicketkeeper batsman Liton Kumar Das was taken in by Comilla Victorians before Sylhet Superstars picked up paceman Rubel Hossain as the last team in first round of the transfers. While the teams selected star cricketers in the first round, they chose to adopt a more tactical approach in the next round and went for players who fulfill their strategic needs. Rangpur again had the chance to make the first call in the second round. They drafted in left-arm spinner Arafat Sunny. Barisal picked seamer Al-Amin Hossain while Chittagong drew in young speedstar Taskin Ahmed. Dhaka selected veteran spinner Mosharraf Hossain. Comilla got Imrul Kayes while Sylhet picked up Mominul Haque. According to the rules, the last team will have their call in the second round, in this case, Comilla, would get their chance in the third round. They opted for allrounder Shuvagata Hom Chowdhury, who is in Zimbabwe as the captain of Bangladesh A. Sylhet picked veteran spinner Abdur Razzak. Dhaka drafted young Mosaddek Hossain, who has stormed into domestic cricket headlines with some superb batting. Allrounder Sohag Gazi has been picked by his native Barisal while Chittagong chose Ziaur Rahman. Rangpur picked wicketkeeper batsman Mohammad Mithun as the last team in the third round.