বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের বরিশাল বুলসের আল আমিন
হোসেন ও সিলেট সুপারস্টারসের মোহাম্মদ শহীদকে গুনতে হচ্ছে জরিমানা।
মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময় তর্কে জড়িয়ে পড়ায় এ দুজনকে
জরিমানা করেন ম্যাচ রেফারি।
অপরাধ প্রমাণিত হওয়ায় ম্যাচ রেফারি আল আমিনকে ৪০ হাজার এবং শহীদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার দুদলের ম্যাচের প্রথম ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে শহীদের
বলে বোল্ড হন আল আমিন হোসেন। আউটের পর শহীদের উদযাপনে চোখে-মুখে বিরক্তি
ফুটে ওঠে।তখন শহীদের উদ্দেশে বিড়বিড় করে কিছু একটা বলতে দেখা যায়
আল-আমিনকে। পরে কাছাকাছি এসে শহীদের গায়ে ধাক্কাও দিয়েছেন বরিশালের এই
পেসার।
No comments:
Post a Comment