চিত্রনায়ক অনন্ত জলিল মানেই যেন নতুন কোনো চমক! তার সাথে বর্ষা থাকলে তো
কথাই নেই। এবারও ঠিক তাই ঘটেছে। আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই জুটি।
রাজধানীর
একটি অভিজাত হোটেলে দলটির আনুষ্ঠানিক যাত্রায় এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ
প্রিমিয়ার লীগ (বিপিএল)-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দান উপলক্ষে বুধবার
দুপুরে আনুষ্ঠানিকভাবে দলটির লোগো উন্মোচন করা হয়। এ সময় চিত্রনায়ক অনন্ত
জলিল ও চিত্রনায়িকা বর্ষার হাত দিয়ে দলটির জার্সি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলনেতা মাশরাফি বিন মর্তুজা ও চেয়ারম্যান নাফিসা কামালও উপস্থিত ছিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা
নাইট রাইডার্স খেলছে। চ্যাম্পিয়নও হয়েছে দু’বার। আইপিএল'র আদলে বাংলাদেশ
প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হলেও ঢালিউড ইন্ডাস্ট্রির কোনো নায়ক বা
নায়িকা কখনো দল কেনেননি। সেই ধারায় যুক্ত হতে এগিয়ে এসেছেন দেশের জনপ্রিয়
নায়ক অনন্ত জলিল।
আগামীতে সুযোগ থাকলে বিপিএলে দল কেনার ইচ্ছার
কথা গণমাধ্যমে জানিয়েছেন অনন্ত। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক
অনুষ্ঠানে তিনি এ ইচ্ছার কথা জানান।
বিপিএল ২০১৫ এর আসরে
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যামবাসেডর অনন্ত জলিল বলেন, কাজের
ব্যস্ততার জন্য ক্রিকেটে সময় দিতে পারেনি। কিন্তু দেখছি দিন দিন ক্রিকেট
ভক্ত বেড়ে যাচ্ছে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এখন ক্রিকেটের
ভক্ত। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে জড়িত হয়ে আরো বেশি বুঝলাম। তাই আগামীতে
ছয়টি বিভাগের কোনো একটি দলের পার্টনার হবো। আর যদি নতুন কোনো দল যুক্ত হয়
তাহলে সেই দলটি কিনে ফেলবো।
এবারের বিপিএলে কোনো দলের মালিক হিসেবে দেখা না গেলেও স্ত্রী বর্ষাকে নিয়ে ২২ নভেম্বরের পরে মাঠে দেখা যাবে অনন্তকে।
No comments:
Post a Comment