তামিমের সঙ্গে অশোভন আচরণে ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছে ক্রিকেটার্স
ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোয়াব
তাদের ক্ষোভের কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার চিটাগং ভাইকিংস বনাম সিলেট সুপার
স্টারসের মধ্যকার ম্যাচের আগে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের
সঙ্গে সিলেট সুপার স্টারসের মালিক বাজে মন্তব্য ও অশোভন আচরণ করে বলে তামিম
ইকবাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। বাংলাদেশের জাতীয়
ক্রিকেট দলের একজন অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) অত্যন্ত ক্ষুদ্ধ ও
বিস্মিত উল্লেখ করে জানায়, ‘আমরা তামিম ইকবালের সঙ্গে এধরনের আচরণের তীব্র
প্রতিবাদ জানাচ্ছি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আশা
প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিপিএল গভর্নিং কাউন্সিল এমন আচরণের
বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।’
তারা আরও জানায়, ‘এছাড়া বিপিএল প্রথমদিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা
ডায়নামাইটস এর অফিসিয়ালসহ টিমের সমর্থকবৃন্দ নিরাপত্তা বলয় উপেক্ষা করে
যেভাবে স্টেডিয়ামে প্রবেশ করেন তা ছিল নজিরবিহীন। এ ধরনের ঘটনায় বাংলাদেশের
ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারত। তাই ক্রিকেটের
বৃহত্তর স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ
করবে বলে আমরা আশা রাখি।’
কোয়াব আশা ব্যক্ত করে আরও জানায়, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের
পারফরম্যান্স যখন ঊর্ধ্বমুখী, ক্রিকেটাররা যখন দৃঢ় মানসিকতায় বাংলাদেশ
ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বেশি
পেশাদারী মনোভাব নিয়ে দেশের ক্রিকেটকে পরিচালিত করবে।’
No comments:
Post a Comment